" অন্যের ভালো দেখলে;নিজের মনরে খুশি রাখিও"

 " অন্যের ভালো দেখলে;নিজের মনরে খুশি রাখিও"


   

    :-আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রঃ)।


জীবনে নিজেকে দুনিয়া ও আখিরাতে সফল মানুষ হিসেবে তৈরি হতে হলে সর্বপ্রথম নিজের অন্তর থেকে حسد বা হিংসা পরিত্যাগ করতে হবে তবেই আপনি জীবনে সফল হতে পারবেন।অন্যথায় আপনার অবস্থা হবে সেই অহংকারী শুকনো পাতার মতো,যেটা নিমিষের মধ্যেই সামান্য আগুনের স্পর্ষ পেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।।


আল্লাহ আমাদের রাসুলুল্লাহ (সঃ) এর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন

Comments

Popular posts from this blog

★হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর সংকিপ্ত পরিচিতি ★

বড় ছাহেব কিবলার সংক্ষিপ্ত জিবনী