বড় ছাহেব কিবলার সংক্ষিপ্ত জিবনী
🌹""""বড় সাহেবের সংক্ষিপ্ত জিবনী"""""🌹
#আল্লামা মোহাম্মদ ইমাদ উদ্দীন চৌধুরীঃ( দাঃ বাঃ আঃ) তিনি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)-এর বড় ছেলে। জন্ম ১৯৪৫ খ্রিষ্টাব্দে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উর্দূ সাহিত্যে ডিপ্লোমা ও সরকারি আলিয়া মাদ্রাসা ঢাকা থেকে কামিল (হাদিস,তাফসির) বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি একজন উঁচুস্তরের সূফীসাধক, মহান শিক্ষাবিদ,ইসলামি চিন্তাবিদ,সুসাহিত্যিক,লেখক, অনাথ এতিম ও দুস্থ মানুষের পরম বন্ধু।
বর্তমানে তিনি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) স্থলাবিষিক্ত।
তিনি এ পর্যন্ত ছাব্বিশটি বই রচনা ও অনুবাদ করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের দায়িত্ব পালন করেছেন। তাঁর উল্লেখযোগ্য দায়িত্বের মধ্যে রয়েছে ------
★ জেনারেল সেক্রেটারী, দারুল কিরআত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট।
★ সভাপতি, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড, বাংলাদেশ।
★ স্থায়ী কমিটির প্রধান, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ।
★ এ্যাডভাইজারি বোর্ড মেম্বার, মুসলিম হ্যান্ডস বাংলাদেশ।
★ জেনারেল সেক্রেটারী, লতিফিয়া কারী সোসাইটি,বাংলাদেশ।
★ সভাপতি,লতিফিয়া এতিমখানা,ফুলতলী ছাহেব বাড়ী,জকিগনজ,সিলেট।
★ চিফ পেট্রন,লতিফি হ্যান্ডস।
★ সাবেক অধ্যক্ষ, সৎপুর দারুল হাদিস কামিল এম,এ মাদরাসা, বিশ্বনাথ,সিলেট।
★সুএঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত
হযরত মাওলানা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী (রহঃ)
(পীর ছাহেব ফুলতলী)
সম্পদনায়ঃ মাওলানা আহমদ হাসান চৌধুরী সাহান
সহকারী অধ্যাপকঃ (আরবি বিভাগ) ঢাকা বিশ্ববিদ্যালয়।
---------------------------সংগৃহীত ---------------------------
রাব্বে কারীম আল্লাহ যেনো, আমাদের বড় ছাহেবের সকল খেদমত কবুল করেন,উনার নেক হায়াত দরাজ করেন """আমিন""""
আদর্শের সংগ্রাম তালামীযে ইসলাম
Comments
Post a Comment