★হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর সংকিপ্ত পরিচিতি ★
★হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর সংকিপ্ত পরিচিতি ★
জন্ম ও বংশ পরিচয়ঃ হযরত আল্লামা মোঃ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) ১৯১৩ সালে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন ফুলতলী গ্রামে এক প্রখ্যাত আলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) হযরত শাহ জালাল (রহঃ) এর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ কামাল (রহঃ) এর বংশের অধঃস্তন পুরুষ বিশিষ্ট বুযুর্গ হযরত শাহ আলা বখশ (রহঃ) এর বংশধর।
কর্মজীবনঃ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর কর্মজীবন দ্বীনের বহুমুখী খিদমতে নিবেদিত ছিল। তিনি সারা জীবন আল কুরআনুল কারিমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দিয়েছেন,হাদিসে নববির দারস দিয়েছেন,তরিকতের তা'লিমের মাধ্যমে মানুষের অন্তর পরিশুদ্ধ করেছেন, আর্ত মানবতার সেবা করেছেন।
সামাজিক খিদমতঃ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) সমাজসেবা তথা দেশ ও দশের খিদমতে এক আদর্শ ব্যক্তিত্ব।তিনি নীরবে-নিভৃতে সারা জীবন খিদমতে খালক তথা সৃষ্টির সেবা করে গেছেন। অসহায় এতিম,মিসকিন, বিধবা,গৃহহীন, বস্ত্রহীন সবার দুঃখ - বেদনাকে আজীবন নিজের করে দেখেছেন। এতিমদের লালন পালন ও সুশিক্ষার জন্য তিনি গড়েছেন এতিমখানা। গরীব- অসহায়দের চিকিৎসার সুবিধার্থে স্হায়ীভাবে প্রতিষ্ঠা করে গেছেন বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র বা ডিসপেন্সারি। তাঁরই পৃষ্ঠপোষকতায় চালু হয়েছে লঙ্গরখানা, বিধবা ও পঙ্গু পুনর্বাসন কেন্দ্র, গৃহ নির্মাণ, টিউবওয়েল স্হাপন,বৃক্ষরোপনসহ নানা প্রকল্প। তাঁর বড় ছাহেবজাদা হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী শুরু থেকেই এসবের তত্বাবাধান করছেন।
ইন্তিকালঃ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহঃ) ১৬ জানুয়ারি ২০০৮ সাল ৬ মহাররম ১৪২৯ হিজরি, ৩ মাঘ ১৪১৪ বাংলা রোজ বুধবার প্রথম প্রহরে (রাত ২টায়) সিলেট শহরের সুবহানীঘাটস্হ তাঁর প্রতিষ্ঠিত শাহ জালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা সংলগ্ন নিজ বাসভবনে ইন্তিকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
(সংগ্রহঃ গুলশানে লতিফি)
Comments
Post a Comment