★হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর সংকিপ্ত পরিচিতি ★
★হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর সংকিপ্ত পরিচিতি ★ জন্ম ও বংশ পরিচয়ঃ হযরত আল্লামা মোঃ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) ১৯১৩ সালে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন ফুলতলী গ্রামে এক প্রখ্যাত আলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) হযরত শাহ জালাল (রহঃ) এর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ কামাল (রহঃ) এর বংশের অধঃস্তন পুরুষ বিশিষ্ট বুযুর্গ হযরত শাহ আলা বখশ (রহঃ) এর বংশধর। কর্মজীবনঃ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর কর্মজীবন দ্বীনের বহুমুখী খিদমতে নিবেদিত ছিল। তিনি সারা জীবন আল কুরআনুল কারিমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দিয়েছেন,হাদিসে নববির দারস দিয়েছেন,তরিকতের তা'লিমের মাধ্যমে মানুষের অন্তর পরিশুদ্ধ করেছেন, আর্ত মানবতার সেবা করেছেন। সামাজিক খিদমতঃ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) সমাজসেবা তথা দেশ ও দশের খিদমতে এক আদর্শ ব্যক্তিত্ব।তিনি নীরবে-নিভৃতে সারা জীবন খিদমতে খালক তথা সৃষ্টির সেবা করে গেছেন। অসহায় এতিম,মিসকিন, বিধবা,গৃহহীন, বস্ত্রহীন সবার দুঃখ - বেদনাকে আজীবন নিজের করে দেখেছেন। এতিমদের লালন পালন ও সু...